শেরপুরে এবারের ঈদুল ফিতরে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পর্যায়ে সারা দেশের মতো শেরপুরে ১৪৪ টি পরিবার এসব ঘর পাচ্ছে।
আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
শেরপুরের জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ পর্যায়ে শেরপুরে ১৪৪টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে।
জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ আরও জানান, শেরপুর জেলায় ১,১১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ২৯১ টি পরিবার এবং ২য় পর্যায়ে ১৬৭ টি পরিবারকে ঘর দেওয়া হয়। আর ৩য় পর্যায়ে ৩২০ টির মধ্যে ১৬৯ টি ঘরের নির্মাণ কাজ শুরু কাজ অব্যাহত রয়েছে। কাজ শেষে বরাদ্দকৃতদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।