শেরপুর পৌর এলাকায় বসবাসকারী ১৩২ মুক্তিযোদ্ধা ও ১১ শহীদ পরিবারকে সংবর্ধনা দিয়েছে শেরপুর পৌরসভা। ২৭ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরন করে নেওয়া হয়। পরে সংবর্ধিতদের উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মুখলেছুর রহমান, শহীদ পরিবারেরসদস্য অধ্যাপক শিব শংকর কারুয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।