শেরপুর জেলায় ২৪ ঘন্টায় আরো নতুন করে চারজনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে রাখা হয়েছে। এ এনিয়ে জেলায় মোট ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখলো জেলা স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে ইটালির তিনজন, চীনের একজন, সিঙ্গাপুরের একজন, ভারতের পাচজন, মালয়েশিয়ার একজন ও সৌদি আরবের দুইজন। তারা সবাই ফেরত প্রবাসী।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ। তিনি বলেন, করোনা পজিটিভ রোগীর সংষ্পর্শে আসার কারণে তাদের মধ্যে যদি সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনও সমস্যা দেখা দেয় তবে টেলিফোনে সংশ্লিষ্ট ডাক্তার বা সিভিল সার্জনকে জানাতে বলা হয়েছে। এছাড়াও যদি করোনার কোন সংক্রামন পাওয়া যায়, তাহলে তা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে।
এদিকে জেলায় বিভিন্ন হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুতিসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট বিশেষ আইসোলেশন ওয়ার্ড, ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ২০ শয্যা, শ্রীবরদী হাসপাতালে ২০ শয্যা, নালিতাবাড়ীর রাজনগর মা ও শিশু হাসপাতালে ৫০ শয্যা ও নকলার উরফা হাসপাতালে ৫০ শয্যা রয়েছে। করোনা সন্দেহ হলে নালিতাবাড়ী ও নকলার দুটি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন কক্ষে রাখা হবে।