প্রেস রিলিজ : শেরপুরের শ্রীবরদী থেকে ১১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র্যাব । শনিবার সন্ধ্যায় উপজেলার নবীনপুর এলাকা থেকে এই চোলাই মদ উদ্ধার করে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই গ্রামের পুজনের বসত বাড়ির উঠানে চালিয়ে এই মদগুলো উদ্ধার করা হয়। এসময় একই উপজেলার নবীনপুর গ্রামে মৃত জগনাথের ছেলে পুজন (৩৬) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মৃত ময়েন উদ্দিনের ছেলে মোঃ সুরুজ্জামাল (৪৫) গ্রেফতার করে র্যাব।
আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবর্দী থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।