‘গুজব, হুজুগ, সন্ত্রাস নয়, উন্নয়ন হোক দেশময়’ এই সেøাগানকে ধারণ করে ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্যকে গলা কেটে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ ও জড়িত আসামিদের গ্রেফতারসহ ১১ দফা দাবিতে হেযবুত তওহীদ শেরপুর জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সোমবার সকালে শহরের নিউমার্কেটস্থ পালকি চাইনিজ রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৫ সালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের সন্তান মোহাম্মদ বায়জীদ খান পন্নী হেযবুত তওহীদ নামে একটি অরাজনৈতিক আন্দোলন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই ওই আন্দোলন ধর্ম ব্যবসা, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, অপরাজনীতি, নারী নির্যাতনসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
তবে তাদের ওই সংগ্রামে বারবার গুজব রটিয়ে হামলা, অগ্নিকাণ্ড ও হত্যার মতো ঘটনা ঘটেছে। নোয়াখালীর সোনাইমুড়ীর ঘটনা মামলার প্রায় আড়াই বছর পর তড়িঘড়ি করে চার্জশীট দিলেও তাতে বহু আসামি আইনের আওতায় আসেনি। সেইসাথে অনেকেই জামিনে বেরিয়ে আবারও হুমকী দিচ্ছে। তাদের আইনের আওতায় আনাসহ ১১ দাবি পেশ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের শেরপুর জেলা শাখার সভাপতি মোমিনুর রহমান পান্না, সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমান সাদিক, সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান আলিফ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আতাউর কবির এনামুল, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মো. নূরন্নবী মোস্তফা নবীন, নকলা উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. রাতুল হাসানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।