শেরপুরে ১ম এসডিডিএফ ( শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন) বিতর্ক কর্মশালা ২৬ মে শুক্রবার প্লেস (পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন) বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা সদরের ১৫টি স্কুল-কলেজের ১৯২ জন তার্কিক অংশ নেন।
বিকেলে কর্মশালার উদ্বোধন করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের আহবায়ক সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সম্পাদক এস এম ইমতিয়াজ চৌধুরী শৈবালের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শিক্ষাবিদ ড. বিভ’তি ভ’ষন মিত্র, আবুল কালাম আজাদ, লেকচার পাবলিকেশন লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার এস এম নূরুজ্জামান প্রমূখ।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন বিডিএফ জাতীয় কমিটির সংাগঠনিক সম্পাদক মহিউদ্দিন মধু, বিডিএফ ময়মনসিংহ বিভাগের আহবায়ক আদনান হোসাইন ও যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিকী রাজু।