শেরপুরে জেলা হোটেল রেস্তোরা ও সুইট মিট শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার শহরের নিউমার্কেটে উৎসবমুখর পরিবেশে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আব্দুল কাদির কালু দ্বিতীয় দফায় সভাপতি ও আব্দুর রহমান তৃতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তপন সারোয়ার ওই ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, জেলা হোটেল রেস্তোরা ও সুইট মিট শ্রমিক ইউনিয়নের এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৯শ ৩০ জন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই নির্বাচনে ৮শ ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে আব্দুল কাদির কালু গরুগাড়ি প্রতীকে ৪শ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান মতি পেয়েছেন ৩শ ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে ৩শ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম পেয়েছেন ১শ ৮১ ভোট।
উল্লেখ্য, ওই সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের মধ্যে কার্যকরী সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে দুজন পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর ১১ পদে শুক্রবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।