শেরপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ।
এসময় জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিক উপস্থিত থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পটির উদ্ভোধন করেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন , স্বাধিনতা চিকিৎসক পরিষদ এবং মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অফ শেরপুরের সহযোগিতায় দরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে এ মেডিক্যাল ক্যাম্পটি পরিচালিত হয় ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এসময় ডাঃ এম এ বারেক তোতা, ডাঃ নাদিম হাসান, ডাঃ এমডি আনিসুর রহমান সহ ১৬ জন শেরপুরের এবং শেরপুরের বাহির থেকে আসা ২৪ জন চিকিৎসকের সমন্বয়ে সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলে।