শেরপুরে হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
২৭ অক্টোবর রোববার গভীর রাতে এক গ্রাম হেরোইনসহ লাবনী আক্তারকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত লাবনী আক্তার পৌর শহরের বাগরাকসা এলাকার একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সুমন মিয়া ও তার স্ত্রী লাবনী আক্তার দীর্ঘদিন ধরে বাগরাকসা এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। এছাড়া সুমন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।
২৭ অক্টোবর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক নূরুল হুদা, এসআই হাসিবুল ইসলাম ও এসআই মাজহার সহ একটি দল শেরপুর পৌরসভার বাগরাকসা মহল্লায় রোববার রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমন মিয়ার বসতঘর থেকে এক গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লাবনী আক্তারকে গ্রেফতার করে।
পরে এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে লাবনী আক্তারের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অাজ সোমবার দুপুরে আদালতে প্রেরন করেছে।