কারাগারে অ্যাডভোকেট পলাশ রায়কে হত্যা, সাংবাদিক প্রবীর শিকদার ও প্রিয়া সাহার বাড়ীতে হামলার বিচার, সামাজিক গণমাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দাতাদের গ্রেফতার, সুলতানা কামাল, শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দাতাদের গ্রেফতার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন- নিপীড়নের প্রতিবাদে ২৫ মে শনিবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের ট্রাক টার্মিনাল এলাকায় মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে শেরপুর সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে’র সভাপতিত্বে ও প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক দেবাশীষ ভট্টাচার্য, সদস্য সচিব কানু চন্দ্র চন্দ, ট্রাইবাল সভাপতি দুলাল মারাক, জেলা ঐক্য পরিষদ নেতা কমল চক্রবর্তী, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সঞ্জীব চক্রবর্তী, শহর ঐক্য পরিষদের সভাপতি আদিবাসী নেতা মনিন্দ্র চন্দ্র বর্মণ, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ চাকী, জেলা পুরোহিত কল্যাণ পরিষদের আহবায়ক কৃষ্ণ চক্রবতী প্রমূখ।