শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের রাখের উৎসব বা রাখের উপবাস অনুষ্ঠিত হয়েছে। বাংলা সনের কার্তিক মাসের শেষ মঙ্গলবার হিসেবে ৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের রঘুনাথ জিঁউর মন্দির প্রাঙ্গণে অবস্থিত লোকনাথ মন্দিরে আয়োজন করা হয় ওই রাখের উৎসবের।
এ উৎসবে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এক দিন উপবাস থেকে সন্ধ্যায় প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। এ সময় পুরো আশ্রম প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়। প্রার্থনায় তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।