পিছিয়ে পড়া হিজড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর সদস্যদের সাথে জেলা পুলিশের ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) পুলিশ লাইন্সে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
সিনিয়র সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শেরপুরের হিজড়া জনগোষ্ঠীর সভাপতি নিশি আক্তার, জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর প্রেস ক্লাব সভাপতি শরিফুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া।
এসময় অতিথিরা বলেন, হিজড়া জনগোষ্ঠীকে মূল জনশক্তিতে রুপান্তরের জন্য সরকার কাজ করছে৷ তাই শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হিজড়াদের মূল স্রোতে ফিরতে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ জরুরী। সেই সাথে হিজড়াদের দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করারও ব্যপারেও সকল প্রদক্ষেপ গ্রহণের ব্যপারে জানানো হয়েছে।