শেরপুরে মফিদুল ইসলাম হত্যা মামলায় মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৪ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে জনার্কীন আদালতে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোসলেহ উদ্দিন এই রায় দেন। মামলার অপর আসামী করিমন নেছা ও সুফিয়া বেগমের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।
মামলার নথিসূত্রে জানা যায়, নকলা উপজেলায় ২০১৩ সালের ৫ জানুয়ারি সকালে একটি জিগার গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের মফিদুল ইসলামের সাথে প্রতিপক্ষ সাইফুল ইসলামের সাথে সংঘর্ষ হয়। এসময় সাইফুল ইসলাম ধারালো অস্ত্রদিয়ে মফিদুল ইসলামকে আঘাত করে। এতে আহত অবস্থায় প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ৫ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মফিদুল ইসলাম মারা যায়।
পরে এইঘটনায় ৪ জনকে আসামী করে নিহত মফিদুল ইসলামের বাবা কফিল মিয়া নকলা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৪ আসামীর মধ্যে বদিউজ্জামানের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে চার্জশীট থেকে বাদ দিয়ে উক্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। মামলা চলাকালে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন, অতিরিক্ত পিপি এড. ইমাম হোসেন ঠান্ডু এবং আসামী পক্ষে ছিলেন, সিনিয়র এড. মোঃ সাখাওয়াত উল্লাহ্ তারা।