আসন্ন মাহে রমজান উপলক্ষে শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামল বন্ধু পরিষদের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার কানাশাখোলা বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
স্থানীয় সমাজসেবক আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধ্য বয়রা আতিউর রহমান মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সুরুজ্জামান, ইতালীর নাপোলিস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম, সমাজসেবক মোঃ আব্দুর রাজ্জাক সেলিম, প্রভাষক হামিদুর রহমান, এসজিসির সভাপতি আল আমিন রাজু, অনুরন পাবলিক স্কুলের পরিচালক ছায়েদুল ইসলাম শাওন প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন শ্যামল বন্ধু পরিষদের সভাপতি শাকিলুর রহমান শ্যামল। মেহেদী হাসান শামীমের সঞ্চালনায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সংস্থার সদস্যদের কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের মহতি কাজে পাশে থাকার আশ্বাস দিয়ে সংগঠনের সফলতা কামনা করেন। পরে প্রায় শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে সাড়ে ১০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, অালু, সেমাই, চিনি, মুড়ি ও ছোলা।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামল বন্ধু পরিষদ প্রতি বছরই নিজস্ব অর্থায়নে স্থানীয় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।