শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৫৪৮)-এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ৮ জুলাই শনিবার দুপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। শহরের বাগরাকসা নতুন বাস টার্মিনালে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন কবির রুমান। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ছানুয়ার হোসন ছানু। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হামিদুর রহমান এতে সভাপতিত্ব করেন এবং সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মস্তু বার্ষিক প্রতিবেদন উপস্থপন ও সভা সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েজিদ হাসান, জেলা যুবলীগ সভাপতি মো. হাবিবুর রহমান, বাস মালিক মধূসুদন গুপ্ত প্রমূখ বক্তব্য রাখেন।