শেরপুরে সড়ক দূর্ঘটনার সময়ে স্থানীয় জনগনের করণীয় সচেতনতায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহরের খোয়ারপাড় এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেনের নির্দেশনায় অনুষ্ঠিত মহড়ায় ফায়ার সার্ভিস ময়মনসিংহ বিভাগের পরিচালক শহিদুর রহমান,সহকারী পরিচালক রেজাউল করিম, শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল বাশার, স্থানীয় কাউন্সিলর আব্দুল মালেক, রেড ক্রিসেন্ট শেরপুরের যুব ইউনিট কমান্ডার হাসান আহাম্মেদ, ওয়ার্ল্ডভিশন এডিপি শেরপুরের ইকোনমি প্রজেক্ট অফিসার মি: দিলিপ চিরান সহ স্থানীয়রা উপস্থিত ছিল।
মহড়া শেষে সমাপনি বক্তব্যে জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন দূর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিসকে আন্তরিকভাবে পাশে থেকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
ভিডিও দেখতে ক্লিক করুন