শেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারুক আহমেদ (৩৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। ৬ আগস্ট রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বাজিতখিলা-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ঝিনাইগাতীর কারাগাঁও গ্রামে। সে ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। নিহত ফারুক আহমেদ ঝিনাইগাতীর সালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, কাজ শেষে রবিবার সন্ধ্যায় ফারুক আহমেদ ঝিনাইগাতী থেকে মটরসাইকেলে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বাজিতখিলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতীগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ফারুক ঘটনাস্থলেই নিহত হয়।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিব মিয়া এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ঝিনাইগাতী শাখার সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর টাইমস/বা.স