শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইউসূফ জামিল (২৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামিল সদরের হালগড়া চর বড়ইগাছি এলাকার খলিলুর রহমানে ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসূফ জামিল বিজিবির সিপাহী পদে কর্মরত ছিলেন। গত ১২ জুন ১২ দিনের ছুটি নিয়ে গ্রামে বাড়ি শেরপুরে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারিক নানা প্রয়োজনীয় কেনাকাটা করতে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে আসেন তিনি। পরে ঔষধসহ সব কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলনি জামিল। এসময় সদরের কানাশাখোলা চন্দ্রকোনা সড়কে আমতলা বাজার এলাকায় আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইউসূফ জামিলের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।