শেরপুরের নকলায় নিয়ন্ত্রন হারিয়ে বাস চালক সহযোগী মাজাহারুল ইসলাম নিহত হয়েছেন। সে স্থানীয় সরকার পরিবহণ নামের বাসের চালক সহযোগী ছিলেন। এঘটনায় আহত হয়েছেন ওই বাসটির চালক ।
আজ সকাল সোয়া ১১টার দিকে নকলা উপজেলার ছত্রকোনা এলাকায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাজাহারুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার কারহাকাতলী এলাকার মিরাজ আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, সরকার পরিবহন নামের বাসটি নকলা থেকে নালিতাবাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় ছত্রকোনা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে ঘটনাস্থলেই ওই চালক সহযোগী গুরুতর আহত হয়ে মারা যায়। বাসটিতে কোন যাত্রী ছিল না। বাসটি নালিতাবাড়ী থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।