
শেরপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আরও ২ জন আহত হয়েছে। আজ রাত ৯ টায় শেরপুর শ্রীবরদী সড়কের মোবারকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমাস উদ্দিন শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের আফছর উদ্দিনের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী জানায়, আজ রাত ৯টার দিকে শেরপুর শহরের মোবারকপুর এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৬৮৪) ও বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী আলমাস উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ২ জন।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ইজিবাইকের ২ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
শেরপুর সদর থানার এস আই জীবন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।