শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে জয় (১৭) ও এমদান আলীর ছেলে আতাউর রহমান (৩৫)। আজ রোববার বিকেলে শেরপুর-জামালপুর মহাসড়কের শেরীব্রিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে জয় ও এমদান মোটর সাইকেলযোগে সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।এ সময় শেরপুর-জামালপুর মহাসড়কের শেরীব্রিজ মোড়ে জামালপুর থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক এমদান ও আরোহী জয় নিহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছেন।