শেরপুরের বাজতিখিলার সন্তান,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি ডা: মো: মজনু মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নিজ জেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রবিবার বিকালে শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক ও সাধারন সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল জেলার নকলা উপজেলা থেকে গাড়ীবহর নিয়ে স্বাগত জানিয়ে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে নিয়ে আসেন। এসময় সংক্ষিপ্ত আলোচনায় শেরপুরের এই কৃতি সন্তানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকে ধন্যবাদ জানান।
সংক্ষিপ্ত আলোচনা কালে এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হাসান উৎপল,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বর্ষন কারুয়া ,আলমগীর হোসেন সিমান্ত , যুগ্ম সাধারন সম্পাদক সানজিদ আল প্রত্যয়,অনিন্দ্য চন্দ তিলক,নাহিদ আল রাজী,সাংগঠনিক সম্পাদক তাশদীদুর রহমান,জাহিদ হাসান দ্বীপ রাসেল মিয়া,দপ্তর সম্পাদক শাহরিয়ার সানি ,উপ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শফিউর রহমান অলিনসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় আবেগে আপ্লুত হয়ে ডাঃমজনু মিয়া বলেন, আমার এ প্রিয় জেলার যেকোন মানুষের প্রয়োজনে আমি তাদের পাশে থাকবো, ঢাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে তার উন্নত চিকিৎসার জন্য আমার যা করার দরকার আমি তার সবটুকু করবো ইনশাল্লাহ । আপনাদের দোয়া চাই , সামনের দিনগুলোতে যেন আপনাদের সেবায় নিজেকে জড়িত রাখতে পারি।