শেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সাদা পোশাকধারী একদল পুলিশ শহরের বাগরাকসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, কামরুল হাসান জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কয়েকদিন আগে কেন্দ্র থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হলে তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।