মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে ম্যাক্সি রাইডার, চ্যাম্পিয়ন, ট্রাক্টর চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) রাতে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার অঙ্গনে সংগঠনের শাখা কমিটির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সংগঠক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর ৮ নং ওয়ার্ডের নবনির্বাাচিত কাউন্সিলর মোঃ বাবুল মিয়া।
আয়োজক সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ম্যাক্সি রাইডার, চ্যাম্পিয়ন, ট্রাক্টর চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু রাশেদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, মদিনা ব্রিকসের স্বত্ত¡াধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মোঃ কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় সমাজসেবক মিজানুর রহমান মুক্তা, এমদাদুল হক মিলন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সমেজ, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সোহেল মুন্সী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একতা সংঘের সভাপতি আরিফুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে সংগঠনের আখেরমামুদ বাজার শাখার নবগঠিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন অতিথিরা।
পরে আয়োজিত বাউল গানের আসরে সূচনা সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী তারা মিয়া। এরপর মধুপুরের বাউল শিল্পী মৌসুমী সরকার ও ইসরাফিল হোসেন নারী-পুরুষের পালা গানে অংশ নেন। প্রায় শেষ রাত অবধি ওই বাউল গানের আসরে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।