শেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস (পুরুষ) কাবাডি প্রতিযোগিতায় নকলা উপজেলা দল চ্যাম্পিয়ন ও শেরপুর সদর উপজেলা দল রানারআপ হয়েছে। ১৪ মার্চ সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নকলা উপজেলা ২ লোনা সহ ৩৯-৩৬ পয়েন্টে শেরপুর সদর উপজেলাকে পরাজিত করে। খেলায় নকলা উপজেলার রেইডার সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করে।
বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি জলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন শিকদারের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম, কাবাডি উপ-কমিটির সভাপতি সুব্রত দে ভানু প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ কাবাডি প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলা দল রাউন্ড রবীনলীগ ভিত্তিতে অংশগ্রহণ করে।