শেরপুরে রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) উদ্যোগে বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলা কনফারেন্স রুমে স্ববল (এসডবিøওএবিওএল) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস।
প্রকল্পের বিস্তারিত উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন, আরডিএস- এর সহকারী পরিচালক পল্লব কর্মকার। বক্তব্য রাখেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হযরত আলী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কৃষি উন্নয়ন উৎপাদক এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোমেন প্রমুখ।
আরডিএস- এর সহকারী পরিচালক পল্লব কর্মকার জানান, কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হচ্ছে স্ববল প্রজেক্ট। এর মাধ্যমে সকল কৃষক একতার শক্তিতে বলিয়ান হয়ে উঠতে পারেন।