শেরপুরে স্ত্রীকে হত্যার চাঞ্চল্যকর মামলায় বেলায়েত হোসেন ওরফে বিলাত (৪৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ২৭ এপ্রিল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।
বিলাত নকলা উপজেলার রেহাই অষ্টধর শিকদারপাড়া এলাকার শরাফত আলীর ছেলে। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিলাতের ছোটভাই শাহিদুল ওরফে শাহিন (৩৪) ও মা ফজিলা বেগমকে (৬১) বেকসুর খালাস দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতে পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৬ সালের ১৮ আগস্ট দুপুরে বেলায়েত হোসেন বিলাত তার স্ত্রী ২ সন্তানের জননী ও পার্শ্ববর্তী কলাপাড়া এলাকার মৃত মাজব আলীর কন্যা মালেকা ওরফে মালেহাকে দাম্পত্য জীবনে কলহের জের ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মালেহার লাশ ঘরের ধর্ণায় ফাঁসিতে ঝুলিয়ে রাখে।
ওই ঘটনায় মালেহার মা পারভীন আক্তার বাদী হয়ে বিলাত, তার মা ও এক ছোটভাইসহ ৫ জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ বিলাতকে গ্রেফতার করে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সিআইডির এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ২৫ জানুয়ারি বিলাত ও তার মা-ভাইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করা হয়।