শেরপুরে একটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদের সামনে নির্মাণাধীন ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ সকালে সদর উপজেলার মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর নতুন জামে মসজিদ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে নির্মানাধীন ইটের ভাটা নির্মাণ বন্ধের দাবী জানান। তারা বলেন, ইটেরভাটা চালু হলে এর ধোঁয়ায় শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ধ্বংস হবে। ইটেরভাটা দ্রুত বন্ধ না হলে শিক্ষার্থী সরিয়ে নিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন অভিভাবকরা।
এসময় মানবন্ধনে প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষক, প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।