শেরপুরে দশম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মোঃ পারভেজ (২৫) নামে এক সেনাসদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নির্যাতিত ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আজ দুপুরে মামলা দায়ের করেছেন।
ট্রাইব্যুনালের বিচারক মামলাটি এফআইআর হিসেবে গণ্য করতে শেরপুর সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।
ধর্ষণে অভিযুক্ত সেনাসদস্য সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের আব্দুল লতিফ খোকা মিয়ার ছেলে।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে অ্যাডভোকেট কামরুল জানান, প্রায় ২ বছর আগে ফেসবুকের মাধ্যমে পারভেজের সাথে শহরের ঢাকলহাটি এলাকার দশম শ্রেণিপড়ুয়া ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। সেই পরিচয় সুত্রধরে পারভেজ স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে নানাভাবে ফুসলাতে থাকে। গত ১১ অক্টোবর বিকেলে ওই স্কুলছাত্রীকে নিয়ে শহরের গৌরীপুর এলাকায় পারভেজ তার পূর্বপরিচিত একটি বাসায় যায়। সেখানে স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় পারভেজ।
মামলার বাদী ও ধর্ষিতার মা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, সেনাসদস্য পারভেজ আমার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের কাছে এখনও মামলার কপি কিংবা আদালতের নির্দেশনা আসেনি। আদালতের নির্দেশনার কপি পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।