শেরপুরে সপ্তাম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগে স্থানীয় একটি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. মারুফ হোসেন (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই শিক্ষার্থী সদর উপজেলার পাকুরিয়া খামারপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। শনিবার রাতে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার ও অপহৃতা স্কুলছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারুফ হোসেন মুঠোফোনে ছাত্রীটিকে শহরের কসবা কাঠগড় এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তাকে (ছাত্রী) জোরপূর্বক ময়মনসিংহে নিয়ে যান ও একটি বাসায় রাখেন। পরে ছাত্রীটির বাবা-মা ও অভিভাবক অনুসন্ধান করে জানতে পারেন মারুফ তাকে (ছাত্রী) অপহরণ করেছেন। এ ব্যাপারে ছাত্রীটির বাবা সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুরিশ অভিযান চালিয়ে মারুফকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করে।
শেরপুর সদর থানার এসআই মিজানুর রহমান রোববার দুপুরে বলেন, এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে মারুফের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মারুফ ছাত্রীটিকে অপহরণের কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা সদর হাসপাতালে ছাত্রীটির ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।