শেরপুরে সোনার বাংলা যুব সংঘ আয়োজিত ৫ম ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের দমদমা কালীগঞ্জ এলাকাস্থ ইদ্রিস এ্যান্ড কোং এর ইটভাটা মাঠে ওই ফাইনাল খেলার আয়োজন করা হয়।
এতে নির্ধারিত সময়ে গাজীরখামার একাদশ মাঠে না নামায় মোবারকপুর একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী। প্রধান অতিথি ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর পরিচালক গুলজার মো. ইয়াহহিয়া জিহানের পক্ষে কোম্পানীর ডিজিএম লুৎফর রহমান ঠান্ডা উপস্থিত ছিলেন।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর মো. বাবুল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি হরমুজ আলী, প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা ও সমাজসেবক শফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহিন আহমেদ বাপ্পী। খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটলেও প্রতিদ্বন্দ্বী এক দলের অনুপস্থিতি সকলকে হতাশ করে।