শেরপুর সদর উপজেলার কামারেরচর এলাকায় ধানেরক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে সাদা মিয়া নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকালে কামারের চর ইউনিয়নের ফয়াস্তিরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদা মিয়া কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে। তার দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ জানান, বুধবার সকাল ১০ টার দিকে সাদা মিয়া তার বাড়ির পাশে ধানক্ষেতে সেচ দিতে যান। এসময় বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়া মারা যান। তিনি আরোও বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সামান্য জমি চাষ ও ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করত। তার রেখে যাওয়া স্ত্রী ও চার ছেলে মেয়েদের এখন সংসারের ব্যায়ভার বহন করা কষ্টকর হবে। সমাজের বিত্তবানদের এ পরিবারের পাশে থাকার অনুরোধ জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, বিদ্যুত স্পৃষ্টে সাদা মিয়ার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।