শেরপুরে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সিভি ও ইন্টারভিউয়ের উপর ফ্রি ওয়ার্কশপ । শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যান সংস্থার সার্বিক সহযোগিতায় ও শেরপুর সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফেজ মিনহাজ উদ্দিনের উদ্যোগে আগামী ১৬ মার্চ শুক্রবার বেলা আড়াইটার দিকে শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ।অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এ ওয়ার্কশপটিতে দেশের স্বনামখ্যাত প্রশিক্ষক নিয়াজ আহামেদ সিভি- রিজুমি-বায়োডাটা- প্রোফাইল-পোর্টফোলিও লেখার নিয়ম, ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপন করা, বিডিজবস সহ বিভিন্ন জবস পোর্টালে আবেদন, লিংকডইন একাউন্ট খোলার নিয়ম সহ নানা বিষয়ে আলোকপাত করবেন। এ উপলক্ষে চলছে ফ্রি রেজিষ্ট্রেশন । ফ্রি রেজিষ্ট্রেশন করতে পারেন আপনিও ।
লিংক : https://goo.gl/forms/atgLMxYOucz0HPRK2
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।