শেরপুরে সিনেমা শো চলাকালে হলে বৈদ্যুতিক শট সার্কিটের আগ্নিকান্ডে ব্যপক ক্ষতি সাধন হয়েছে । আজ দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার নকলা উপজেলার কল্পনা সিনেমা হলে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে ।
তিনতলা এ সিনেমা হলটির মালিক পক্ষের দাবী অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ দেবনাথ জানিয়েছেন আমরা খবর পাওয়ার পর ঘটনা স্থলে পৌছে একঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি এবং প্রায় কোটি টাকার মালামাল আমরা আগ্নিকান্ড থেকে বাচাতে সক্ষম হয়েছি।
এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।