শেরপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় পারভেজ হাসান (২৫) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৩ জুন) দুপুরে শহরের সজবরখিলা এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ শহরের শীতলপুর এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর এলাকার মো. কামরুল হুদার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পারভেজ হাসান শেরপুর শহরের খোয়ারপাড়-নিউমার্কেট সড়কের সজবরখিলা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ হাসানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ নেয়ার পথে ফুলপুর এলাকায় মারা যান পারভেজ।
শেরপুর সদর থানার এসআই মো. রুবেল মিয়া বলেন, এ ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, কৌশলে পালিয়ে গেছেন চালক। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।