শেরপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক প্রধান শিক্ষক প্রয়াত মোহসিন আলী মাস্টারের স্ত্রী, পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কমিশনার মোছাঃ মহসিনা বেগম (৮১) আর নেই। তিনি ২৪ এপ্রিল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তিনানী বাজারস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। নকলার হাজী জালমাহমুদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক ছাত্রলীগ নেতা ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মুশফিকুর রহমান সেলিম মরহুমার প্রথম পুত্র।
তার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা ছুটে যান বাসায়। সোমবার সকাল সাড়ে ১০টায় মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার প্রথম নামাজে জানাযা ও সাড়ে ১১টায় সদর উপজেলার মির্জাপুরস্থ গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, অত্যন্ত প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী মোছাঃ মহসিনা বেগম ছিলেন অত্যন্ত পরিপাটি ও মার্জিত স্বভাবের নারী। তিনি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ৭৫ এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর কঠিন সময়ে স্বামী পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা মোহসিন আলী মাস্টারকে উৎসাহ ও সাহস যোগানোর পাশাপাশি পরিবারের সন্তান-সন্ততিকে আগলে রেখে অনেক কষ্টে মানুষ করেছেন। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্দুস সামাদের প্রথম দফার মেয়াদকালে শেরপুর পৌরসভার সংরক্ষিত আসনের কমিশনার ছাড়াও তৎকালীন জামালপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য ছিলেন।