করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে তরুণ সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়। এদিন শহরের থানা মোড়, নিউ মার্কেট, তেরাবাজার মোড়, খরমপুর মোড়, কলেজ মোড়ে এসব মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ, অর্থ সম্পাদক মেহেদি হাসান সজিব, সাংস্কৃতিক সম্পাদক রাজন মিয়া, দপ্তর সম্পাদক হামিদুর রহমান, মানবাধিকার সম্পাদক এম এইচ হৃদয়, সদস্য ওয়াহিদুল খান দ্বীপ প্রমুখ।
শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সবাই যদি মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে করোনা থেকে রক্ষা পাবো আমরা। এছাড়া বাইরে সব সময় মাস্ক পরি পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় তাহলে কিছুটা হলেও করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।’