শেরপুরে সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের ঈদ উপহার প্রদান করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। করোনা প্রতিরোধে এই সময়ে পুলিশের পাশাপাশি ফ্রন্ট লাইনে কাজ করা সাংবাদিক এবং করোনা ইমার্জেন্সি রেসপন্স টিম, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম, রেডক্রিসেন্ট যুব ভলান্টিয়া, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মাঝে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। শনিবার (২৩ মে) দুপুরে শেরপুর পুলিশ লাইন্সের দরবার হলে জেলার শতাধিক সাংবাদিক ও সাড়ে তিন শতাধিক স্বেচ্ছাসেবীর হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী তুলে দেন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এছাড়াও প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, স্বেচ্ছাসেবক ইমরান হাসান রাব্বি, এসএম. ইমতয়িাজ চৌধুরী, ইউসুফ আলী রবীন সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।