শেরপুরে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি করোনা থেকে আরোগ্য লাভ করায় স্থানীয় সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিদের সাথে শুকরিয়া আদায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ঐতিহ্যবাহী জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মুক্তিযোদ্ধা বুলবুল হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এসময় অধ্যক্ষ গোলাম হাসান সুজনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যক্ষ তপন সারোয়ার, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইশরাত জাহান সম্পা, ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আব্দুল হামিদ, ইসলামিক গণশিক্ষা ফাউন্ডেশনের প্রতিনিধি নজরুল ইসলাম,ওলামা লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কওমী মাদ্রাসার প্রতিনিধি মাওলানা সিদ্দিকুর রহমান, দাখিল আলিম মাদ্রাসার প্রতিনিধি মাওলানা ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারন সসম্পাদক মেরাজ উদ্দিন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী , সাংবাদিক ও শিক্ষক সমাজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।