
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের শেরপুর জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলার পিতা আলহাজ্ব সুরুজ্জামান (সুরল) মাষ্টার (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি চর শেরপুর নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
এছাড়াও মৃত্যুর পূর্ব পর্যন্ত শেরপুর ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ ও নলবাড়ি প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এবং জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান মাইসাহেবা জামে মসজিদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তার মা, দ্বিতীয় স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অগণিত শুভাকাক্ষী রেখে গেছেন তিনি।
শেরপুর মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গনে বাদ যোহর প্রথম জানাযা ও বেলা সাড়ে তিনটায় গ্রামের বাড়ি নলবাড়ীতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে শেরপুর পৌর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।