আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের সহযোগিতায় শিশু ফোরাম, শেরপুরের উদ্যোগে ‘শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর রোববার বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এপিসি স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার সায়মন এস সাংমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জি. এম. আজফার বাবুল, নাগরিক কন্ঠ ও কাজের আহ্বায়ক এবং আরটিভির স্টাফ রিপোর্টার মো. মুগনিউর রহমান মনি, চাইল্ড ফোরাম, শেরপুর জেলা শাখার সভাপতি শাহরিয়ার হোসেন শিশির ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার সম্পা।
এতে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও শিশু ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।