শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি আজ রাত ৯ টায় তার নিজ কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
তিনি তার উপর অর্পিত দ্বায়িত্বপালনে শেরপুরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । এসময় তিনি বলেন, মাদক নিয়ন্ত্রন, ইভংটিজিং রোধ, ধর্ষণ রোধে সামাজিক সচেতনেতা সৃষ্টি, গুজবরোধ, আইনশৃংখলা উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ করেন। এদিকে সাংবাদিকদের পক্ষ থেকেও সংবাদ সংগ্রহ সহ স্বাধিন সাংবাদিকতায় যেন কোনধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।
মতবিনিময়কালে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, এডভোকেট আখতারুজ্জামান, সঞ্জিব চন্দ্র বিল্টু, আব্দুর রহিম বাদল সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।