শেরপুরে সদ্য ঘোষিত সরকারীকরনকৃত কলেজ এর সরকারীকরণের পক্রিয়ার কাজ দ্রুত শেষ করার দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) জেলা সরকারীকরনকৃত কলেজ শিক্ষক সমিতি’র আয়োজনে শহরের শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি সভাপতি জহুরুল ইসলাম।
জেলা কমিটি’র সভাপতি মুশফিক উছ ছালেহিন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বজলুল করিম শাহীন, জুবাইদুল ইসলাম, মো. সালাহউদ্দিন, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান প্রমূখ। এসময় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দসহ জেলার ৩টি সরকারীকরনকৃত কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।