দেশের জনপ্রিয় ২৪ ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভির শেরপুর জেলার ভিডিও জার্নালিস্ট (চিত্র সাংবাদিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বাবু চক্রবর্ত্তী।
আগামী ১ অক্টোবর থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। এজন্য বাবু চক্রবর্তী বরাবর অফার লেটারও পাঠানো হয়েছে।
২৫ সেপ্টেম্বর শনিবার রাতে সময় টিভির শেরপুর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বাবু চক্রবর্ত্তী জানান, আমি সময় টিভিতে ভিডিও জার্নালিস্ট (ভিজে) হিসেবে নিয়োগ পাওয়ায় শেরপুর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরাসহ সময় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেইসাথে আমার পেশাগত দায়িত্ব পালনে জেলার সকল সাংবাদিকদের সহযোগিতা ও আশির্বাদ কামনা করছি।
এদিকে বাবুর নিয়োগপ্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলার সাংবাদিক মহল।