পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে ঝুঁকিতে পড়েছে বিভিন্ন রাষ্ট্র। সব থেকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ। পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে সবুজ আন্দোলন। সহযোগী সংগঠন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুর শহরের গৌরীপুরে “সবুজ বাঁচাও ফুটবল ম্যাচ’র” আয়োজন করা হয়। ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলার আহ্বায়ক সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিন।
প্রতিযোগিতায় শেরপুর খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের সাদা দল বনাম হলুদ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় সাদা দল হলুদ একাদশকে ২-১ গোলে পরাজিত করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মোঃ জামিল হোসেন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল আওয়াল পাপুল ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে সাদা দলের সাব্বির আহমেদ সিহাব। পরে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে সবুজ আন্দোলন সবুজ বাঁচাও ফুটবল ম্যাচের আয়োজনের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। আগামীতে শেরপুর জেলার বড় বড় খেলার মাঠে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে প্রশাসন জনপ্রতিনিধি ও সবুজ আন্দোলনের সকল সদস্য সহযোগিতা কামনা করছি।