আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে সপ্তাহব্যাপী ফ্রি গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনি অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়া উপস্থিত ছিলেন।
শেরপুরের আইটি প্রতিষ্ঠান ডিজিসাইন আইটি ও আরটি কম্পিউটারের সহযোগিতায় এ প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।