মহান শহীদ দিবস উপলক্ষে “শেরপুর ডিসি উদ্যানে ২১ ফেব্রুয়ারী বুধবার সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বিকেলে মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, শিক্ষাবিদ জীবন কৃষ্ণ বসু প্রমূখ বক্তব্য রাখেন। পরে ২১ উপলক্ষে শিশু একাডেমী আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া ২৫টি বইয়ের ষ্টল পরিদর্শন করেন। আয়োজক কমিটি জানায়, আগামী ২৭ ফেব্রুয়ারী মেলার সমাপনি দিবসে সেরা ষ্টল ও অংশগ্রহনকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
শেরপুর টাইমস/ বা.স