শেরপুরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশের সংবিধান নিয়ে গুরুত্বপপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামরুজ্জামান (বিপিএম), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড. মোরশেদ আলী, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় ও জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান।
বক্তব্য রাখেন শেরপুর জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মুখলেছুর রহমান আকন্দ, শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান শিবশংকর কারুয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুর নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফকরুল মজিদ খোকন ও জেলা কমিউনিটি পুলিশের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে তা কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
বিশেষ অতিথি পুলিশ সুপার কামরুজ্জামান (বিপিএম) বলেন, ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করা হয়। গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মর্র্কতা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা রেডক্রিসেন্টের সদস্য ও সাংবাদিকবৃন্দ।