বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে নয়আনী বাজার কালিমাতার মন্দির পর্যন্ত একটি রথ টেনে নিয়ে যান। এসময় এখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়া শহরের কালিরবাজার থেকে আরেকটি রথ টেনে নয়আনী বাজার কালিমাতার মন্দিরে নিয়ে যাওয়া হয়। এদিন বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীরা শহরের গোপালবাড়ী মন্দির থেকে একটি রথ টেনে গৃদানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দিরে নিয়ে যান। এ উপলক্ষে গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। ইস্কনের উদ্যোগে হরিনাম কীর্ত্তণ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।