বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার শহরের রঘুনাথ বাজার এলাকার লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল বিশেষ পূজা ও প্রার্থনা, বাল্যভোগ, রাজভোগ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রঘুনাথ জিউর মন্দির পরিচালনা কমিটি এসবের আয়োজন করে।
রোববার সকালে লোকনাথ মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করা হয়। এসময় বিপুলসংখ্যক নারী-পুরুষ ভক্ত বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন। বিকেলে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।